Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

রিয়ালিটি শোয়ের ২ প্রতিযোগীর ভিডিও ছড়িয়ে পড়ল অনলাইনে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

রিয়ালিটি শোয়ের ২ প্রতিযোগীর ভিডিও ছড়িয়ে পড়ল অনলাইনে

বিজ্ঞাপন

জনপ্রিয় রিয়ালিটি শো স্প্লিটসভিলার দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে বিপাকে জাস্টিন ডিক্রুস এবং সাক্ষী শ্রীনিবাস নামের ওই দুই প্রতিযোগী। তারা ভিডিওটি শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন-সাক্ষী বলেন, যারাই এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব যে এই ভিডিও দেখা থেকে দয়া করে বিরত থাকুন।

এটা কোনো এমএমএস নয়। এ রকম কোনো লিংকও নেই। এটা আমাদের ভ্লগের একটা অংশ। ফাঁদে পা দেবেন না।

তারা আরো বলেন, দেড় থেকে দুই লাখ মানুষ এই ভিডিওটি শেয়ার করেছে। এরা কী রকম মানুষ! আমাদের অনেক ভালো ভালো ভ্লগ রয়েছে সেগুলোতে দয়া করে নজর দিন। দেখুন। সেগুলোকে ভাইরাল করুন।

একটা ভুল ভিডিওকে নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে তা আমাদের একটি ভ্লগের অংশ। যা নিয়ে ভুলভাবে একটা খারাপ ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাই এর ওপর ভিত্তি করে সবটা বিশ্বাস করবেন না।

সামাজিক মাধ্যমে জাস্টিন-সাক্ষীর একটি এমএমএস ভিডিও ছড়িয়ে পড়েছে।

যা লুফে নিয়েছেন নেটাগরিকেরা। আবার অনেকের প্রশ্ন, ভিডিওটি প্রযুক্তির সাহায্যে তৈরি নয় তো?

আলোচনা তুঙ্গে উঠলে জাস্টিন-সাক্ষী জানান, ভিডিওটি মূলত তাদের একটি ভ্লগের অংশ। এটি নিজের স্বার্থে কেউ কেটে ভুলভাবে খারপ এমএমএস ভিডিও আকারে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিপাকে এই দুই প্রতিযোগী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার