Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মায়ের জন্মদিনে যে কাণ্ড ঘটিয়ে ফের কটাক্ষের মুখে উর্বশী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

মায়ের জন্মদিনে যে কাণ্ড ঘটিয়ে ফের কটাক্ষের মুখে উর্বশী

বিজ্ঞাপন

দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদযাপন করলেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মায়ের সামনে রাখা তিনতলা সোনালি রঙের একটি কেক। সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের ওপরে একটি মুকুট, সেটিও নাকি তার মায়ের জন্যই। 

মায়ের জন্মদিনের এই এলাহি আয়োজন। কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে উর্বশী রাউতেলা লিখেছেন—মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুটসমেত কেক।

এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকলেন উর্বশী রাউতেলা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ছিল অভিনেত্রীর মা মীরা রাউতেলার জন্মদিন। এদিন তিনতলা সোনার তৈরি কেক কাটেন অভিনেত্রীর মা। কেক কাটার ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি। 

এক নেটিজেন লিখেছেন— ‘মীরা রাউতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’  আরেক নেটিজেন লিখেছেন—‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গেছে।’ 

এর আগে এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তিনি নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন। সেই প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, ‘সব কিছু সোনার— এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ, বুঝি না?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার