দিল্লির একটি রেস্তোরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের একটি ভিডিও গোপনে ধারণ করা হয়েছে। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জ্যাকলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’ ব্যবহার করা হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে জ্যাকলিন লিখেছেন, হাসির ইমোজি দিয়ে, ‘হ্যাঁ, এটা আমিই।’ তিনি বিষয়টি হালকাভাবে নিয়েছেন।
তবে অনুরাগী ও নেটিজেনদের একাংশ বিষয়টিকে মোটেই গ্রহণযোগ্য মনে করেনি। কেউ বলছেন, অনুমতি ছাড়া ভিডিও করা অনুচিত, আর কেউ প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলে কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়?
নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এ ধরনের ঘটনা তারকাদের জন্য অস্বস্তিকর হওয়া ছাড়াও বিপজ্জনক হতে পারে।
এর আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান, কারিনা কাপুর ও সইফ আলি খান, রণবীর কাপুরসহ একাধিক তারকা।
বিশেষজ্ঞরা মনে করছেন, তারকাদের ব্যক্তিগত পরিসরে সম্মান দেখানো উচিত, কিন্তু অনুমতি ছাড়া ভিডিও করা প্রবণতা এখনও বন্ধ হয়নি। এই ঘটনা তারই প্রমাণ।