জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ওই সময় তাকে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে সরব হতে দেখা যায়। প্রতিবাদী এই লাক্সসুন্দরী আবারও রাজপথে নামার ঘোষণা দিলেন।
প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বলে জানালেন বাঁধন। ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করবেন তিনি ও দৃশ্যমাধ্যম সমাজের ব্যানারে আরও অনেকে।
সোমবার (২২ ডিসেম্বর) সোমবার বিকালে ফেসবুকে একটি পোস্টে বাঁধন লিখেছেন, ‘এই সময়ে চুপ থাকা অপরাধ, এই সময়ে কথা বলাই প্রতিবাদ। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।’
শিল্পী, সাহিত্যিক, চিন্তক ও সংস্কৃতিকর্মীদের উদ্দেশে বাঁধন লিখেছেন, যারা বাংলাদেশে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি আমরা সবাই মিলে বাংলাদেশ। যারা মনে করি এই দেশ গড়তে হবে সমতা, সহাবস্থান ও সহমুক্তির ধারণার ভিত্তিতে, তাদের আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে সাতমসজিদ রোড, আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে, উপস্থিত হওয়ার আহবান।’
এতদিন পর কেন হঠাৎ পথে নামছেন? জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে, আমরা যে রকম চেয়েছিলাম, সেভাবে সবকিছু চলছে না। শিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে পথে নেমে প্রতিবাদ করবো। আমার সঙ্গে যদি কেউ নাও আসে, প্রয়োজনে আমি একাই প্রতিবাদ করব।’