Logo
Logo
×

বিনোদন

দেবের নতুন নায়িকা কে এই জ্যোতির্ময়ী? অভিষেকেই চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

দেবের নতুন নায়িকা কে এই জ্যোতির্ময়ী? অভিষেকেই চমক

কলকাতার বিনোদন অঙ্গনে নতুন আলোচনার নাম জ্যোতির্ময়ী কুণ্ডু। ছোটপর্দায় পরিচিত এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো বড়পর্দায় পা রাখছেন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’, যেখানে সুপারস্টার দেবের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

বর্ধমানেই বেড়ে ওঠা জ্যোতির্ময়ীর অভিনয় জগতে আসার গল্পটা সহজ ছিল না। ছোটবেলা থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও কলকাতায় নিয়মিত যাতায়াত ছিল তার জন্য বেশ চ্যালেঞ্জিং। ছিপছিপে গড়ন, উজ্জ্বল চোখ আর আত্মবিশ্বাসী উপস্থিতিই ধীরে ধীরে আলাদা করে চিনিয়ে দেয় তাকে।

টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। ‘বধূঁয়া’ সিরিয়ালে প্রথম দর্শকদের নজরে আসেন জ্যোতির্ময়ী। এরপর নাটকের মঞ্চে অভিনয়ের সময়ই দেবের চোখে পড়েন তিনি। সেখান থেকেই খুলে যায় বড়পর্দার দরজা।

‘প্রজাপতি ২’ সিনেমায় তার চরিত্র ইতোমধ্যে দর্শকদের কৌতূহল তৈরি করেছে। ট্রেলার ও বিভিন্ন ঝলকে নতুন মুখ হয়েও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

পরিবারে কেউ চলচ্চিত্র বা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না থাকলেও মেয়ের স্বপ্নে পূর্ণ সমর্থন দিয়েছেন জ্যোতির্ময়ীর বাবা-মা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “প্রতিদিন বর্ধমান থেকে কলকাতায় যাতায়াত করতাম। পরিবার কখনো বাধা দেয়নি। আমি যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি—এটাই আমার সবচেয়ে বড় শক্তি।”

অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার গল্পটাও বেশ আকর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবিই বদলে দেয় তার জীবন। তখন বয়স কম, ইন্ডাস্ট্রি সম্পর্কে তেমন ধারণাও ছিল না। ছবি দেখে একজন ফটোশুটের প্রস্তাব দেন। শুরুতে দ্বিধা থাকলেও ধীরে ধীরে সেই পথই তাকে নিয়ে আসে অভিনয়ের জগতে।

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ যে এত দ্রুত চলে আসবে, তা কল্পনাও করেননি জ্যোতির্ময়ী। তিনি বলেন, “শুটিংয়ের সময় বুঝতেই পারিনি এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই স্বাভাবিকভাবেই অভিনয়টা সহজ হয়ে গিয়েছিল।”

ভবিষ্যতে কি ছোটপর্দায় আর দেখা যাবে না তাকে—এ প্রশ্নে আপাতত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই জ্যোতির্ময়ীর। তবে এখন তার সমস্ত মনোযোগ ২৫ ডিসেম্বর, যেদিন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘প্রজাপতি ২’।

নতুন বছরে বড়পর্দায় দেবের সঙ্গে এই নতুন নায়িকা কতটা জায়গা করে নিতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার