Logo
Logo
×

বিজ্ঞাপন

শিক্ষা

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ

বিজ্ঞাপন

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন শেষ হয়েছে গত ১৭ জানুয়ারি। এ গণবিজ্ঞপ্তিতে কত প্রার্থী আবেদন করেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সব মিলিয়ে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৮ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে অনেক ইনডেক্সধারী শিক্ষক ছিলেন। তাদের রোলগুলো আবেদনের পর ব্লক করা হয়েছে। ফলে আবেদনের সংখ্যা আরও কমবে।’

মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে উল্লেখ করার পরও ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের বিষয়টি দুঃখজনক। এছাড়া ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেও অনেকের ইনডেক্স না হওয়ায় তারাও আবেদন করেছিলেন। পরবর্তীতে আমাদের অনুরোধে অধিদপ্তর তাদের এমপিওভুক্ত করেছে। ফলে তাদেরও ইনডেক্স হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থীর রোল ব্লক করা হয়েছে। ফলে প্রকৃত আবেদন সংখ্যা ১৬ হাজারের বেশি হবে।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার