Logo
Logo
×

অর্থনীতি

বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার এবাদুল করিম আর নেই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার এবাদুল করিম আর নেই

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর কর্ণধার এবং কোহিনূর কেমিক্যালস-এর পরিচালক মো. এবাদুল করিম মারা গেছেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

মরহুমের জানাজা বাদ আছর গুলশান সোসাইটি মসজিদ-এ অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক ও শিল্পমহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য যে, এবাদুল করিম বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নেতৃত্ব দেন এবং দেশের ওষুধ শিল্পে উচ্চপ্রযুক্তি সম্পন্ন নতুন পণ্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। পাশাপাশি বীকন ডেভেলপমেন্ট লিমিটেড আবাসন খাতেও তার পদচারণা ছিল। তিনি এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানিরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লি দেশের বৃহত্তম ও শীর্ষস্থানীয় সাবান, প্রসাধনী ও টয়লেট্রিজ প্রস্তুতকারী। এ প্রতিষ্ঠানের পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী ভাবনা তাকে একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার