Logo
Logo
×

অর্থনীতি

৫ ব্যাংকের যেসকল আমানতকারী টাকা ফেরত পাবেন আগামী সপ্তাহেই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ এএম

৫ ব্যাংকের যেসকল আমানতকারী টাকা ফেরত পাবেন আগামী সপ্তাহেই

সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা আগামী সপ্তাহ থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

ওই পাঁচ ব্যাংকের সমন্বয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। যা এখন দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকাধীন ইসলামী ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার ব্যাংকটিকে পূর্ণাঙ্গ লাইসেন্স দিয়েছে। পরদিনই রাজধানীর মতিঝিলের সোনা কল্যাণ ভবনে প্রধান কার্যালয়ে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। অভ্যন্তরীণ কার্যক্রম চালু হলেও বৃহস্পতিবার ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ব্যাংকের উদ্বোধন করবেন।

নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর সবচেয়ে বড় অগ্রগতি হলো দীর্ঘ প্রতীক্ষিত আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, আমানতকারীরা আগামী সপ্তাহ থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এটি একটি পর্যায়ভিত্তিক ফেরত পরিকল্পনার প্রথম ধাপ। বড় অংকের আমানত পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে, যার বিস্তারিত কাঠামো চূড়ান্ত করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। পাঁচ ব্যাংকের একীভূতকরণ আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনবে বলে আশা করা যায়।

ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের অন্যতম শক্তিশালী মূলধন কাঠামো হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের কিছু আমানতকে শেয়ার ইক্যুইটিতে রূপান্তরের মাধ্যমে বাকি ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। 

ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে অন্যতম বৃহৎ মূলধনভিত্তি।

বাংলাদেশ ব্যাংক জোর দিয়ে বলেছে যে, নতুন এই ব্যাংক প্রতিষ্ঠা আর্থিক কাঠামো স্থিতিশীল করা, আমানতকারীদের সুরক্ষার পাশাপাশি ইসলামী অর্থব্যবস্থায় সুশাসন নিশ্চিত করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার