পরিবার সঞ্চয়পত্র নিয়ে যেসব বিষয় জানতে হবে
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
নিরাপদ বিনিয়োগের জন্য অনেকে সঞ্চয়পত্রের ওপর ভরসা করে থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। কারণ এতে ঝুঁকি কম, মুনাফা বেশি এবং প্রতি মাসে আয় পাওয়ারও সুযোগ রয়েছে। তাহলে এটি কারা কিনতে পারবেন এবং কী কী সুবিধা পাওয়া যাবে? চলুন সহজ জেনে নেওয়া যাক—
বাংলাদেশ সরকারের একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম— পরিবার সঞ্চয়পত্র। তুলনামূলক বেশি মুনাফা ও মাসিক আয় পাওয়ার সুবিধার কারণে এটি অনেকের কাছে প্রথম পছন্দ। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৩% পর্যন্ত মুনাফা পাওয়া যায়, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হার।
যেভাবে কিনবেন পরিবার সঞ্চয়পত্র
পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায়—
- জাতীয় সঞ্চয় অধিদপ্তর
- বাংলাদেশ ব্যাংকের সব শাখা
- ডাকঘর
- বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক
এগুলো থেকেই সঞ্চয়পত্র কেনা ও মেয়াদ শেষে বা প্রয়োজন হলে নগদায়ন করা যায়।
কত টাকায় পাওয়া যায়?
পরিবার সঞ্চয়পত্র কেনা যায় নিম্নলিখিত পরিমাণে: ১০,০০০ / ২০,০০০ / ৫০,০০০ / ১ লাখ / ২ লাখ / ৫ লাখ / ১০ লাখ টাকা
মেয়াদ: ৫ বছর
মুনাফার হার (১ জুলাই থেকে কার্যকর)
মোট বিনিয়োগের ওপর ভিত্তি করে দুই ধাপ রয়েছে—
১. প্রথম ধাপ - ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য
১ম বছর: ৯.৮১%
২য় বছর: ১০.২৯%
৩য় বছর: ১০.৮০%
৪র্থ বছর: ১১.৩৫%
৫ম বছর: ১১.৯৩%
২. দ্বিতীয় ধাপ - ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য
১ম বছর: ৯.৭২%
২য় বছর: ১০.১৯%
৩য় বছর: ১০.৭০%
৪র্থ বছর: ১১.২৩%
৫ম বছর: ১১.৮০%
উৎসে কর কত?
- ৫ লাখ টাকার মধ্যে মোট বিনিয়োগ হলে মুনাফার ওপর ৫% কর
- ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে ১০% কর
যারা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন
এই তিন শ্রেণির নাগরিক এটি কিনতে পারেন—
- ১৮ বছরের ওপরে যে কোনো বাংলাদেশি নারী
- যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী)
- ৬৫ বছর বা তার বেশি বয়সের যে কোনো বাংলাদেশি (পুরুষ ও নারী)
সর্বোচ্চ যত টাকা বিনিয়োগ করা যায়
- একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত
- পরিবার সঞ্চয়পত্র শুধু একক নামেই পাওয়া যায়, যৌথ নামে কেনা যায় না
তবে তিন ধরনের সঞ্চয়পত্র
- পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র
- তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
- পরিবার সঞ্চয়পত্র
এই তিনটিতে একক নামে মোট সর্বোচ্চ ৫০ লাখ টাকা, আর যৌথ নামে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
আরও যেসব সুবিধা পাওয়া যায়
- প্রতি মাসে মুনাফা তোলা যায়
- নমিনি যোগ, পরিবর্তন বা বাতিল করা যায়
- সঞ্চয়পত্রের মালিক মারা গেলে নমিনি চাইলে সঙ্গে সঙ্গে টাকা তুলতে পারেন অথবা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মাসিক মুনাফা নিতে পারেন