Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম : বাংলাদেশে কতো?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম : বাংলাদেশে কতো?

ডলার শক্তিশালী হওয়া এবং ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। সরকারি শাটডাউনের কারণে বিলম্বিত মার্কিন চাকরির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে বাজার। খবর রয়টার্স

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৫.২০ ডলার। এর আগে দাম ১ শতাংশের বেশি কমে যায়। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণ ফিউচার ০.৭ শতাংশ কমে ৪ হাজার ৫৩.৮০ ডলারে নেমেছে।

ডলার সূচক দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে বাজারে দামের ওপর চাপ বাড়ছে।

স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, ডলারের দৃঢ়তা স্বর্ণকে চাপে ফেলেছে। বছরের এই সময়ে মুনাফা গ্রহণ ও নতুন বছরের আগে বিনিয়োগ পরিকল্পনার কারণে দামের ওঠানামা স্বাভাবিক।

ফেডের সাম্প্রতিক বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, সুদ কমালে মুদ্রাস্ফীতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং এতে জনআস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সেপ্টেম্বর মাসের নন-ফার্ম পেরোল তথ্য ৫০ হাজার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগস্টের তুলনায় দ্বিগুণের বেশি। তবে তথ্য বিলম্বিত হওয়ায় ১০ ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে ফেডের হাতে পর্যাপ্ত ডেটা থাকবে না।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসেই সুদ কমানোর সম্ভাবনা ৩৪ শতাংশে নেমে এসেছে, যা একদিন আগেই ছিল ৪৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, অনিশ্চয়তা এবং নিম্ন সুদের পরিবেশে সাধারণত স্বর্ণের চাহিদা বাড়ে। ইউবিএস ২০২৬ সালের মধ্যভাগে স্বর্ণের লক্ষ্যমূল্য ৩০০ ডলার বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার নির্ধারণ করেছে। তাদের মতে, ভূ-রাজনৈতিক ঝুঁকি ও কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বাড়ায় স্বর্ণের বাজার আরও শক্তিশালী থাকবে।

এদিন রুপার ১.৪ শতাংশ কমে ৫০.৬৬ ডলার, প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ১ হাজার ৫৩৮.৮৫ ডলার হয়েছে এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৪.৭৪ ডলারে লেনদেন হয়েছে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার