Logo
Logo
×

অর্থনীতি

সোনার দাম কমলো ভরিতে সাত হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম

সোনার দাম কমলো ভরিতে সাত হাজার টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা দুই দফায় সোনার মূল্য হ্রাস পেয়ে মোট ৬ হাজার ৮১১ টাকা কমেছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার প্রভাবেই দেশের বাজারে সোনার দাম পুনর্বিন্যস্ত করা হয়েছে। নতুন দাম বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

.২২ ক্যারেট: ২,০৬,৯০৮ টাকা

.২১ ক্যারেট: ১,৯৭,৪৯৫ টাকা

.১৮ ক্যারেট: ১,৬৯,২৯১ টাকা

.সনাতন পদ্ধতি: ১,৪০,৭৬১ টাকা

বাজুস জানায়, প্রতিটি ভরির দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে সর্বশেষ ১৫ নভেম্বর ভরিতে ৫,৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা করা হয়েছিল, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়।

চলতি বছর এখন পর্যন্ত ৭৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস যার মধ্যে ৫৩ বার বেড়েছে, আর ২৫ বার কমেছে।২০২৪ সালে সমন্বয়ের সংখ্যা ছিল ৬২ বার ৩৫ বার বৃদ্ধি, ২৭ বার হ্রাস।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সোনার বাজারে অস্থিরতা এবং ডলারের দামের ওঠানামার কারণেই দেশের সোনার বাজারে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার