১৫ নভেম্বর ২০২৫ : ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারেও এখনো কমেনি স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতি ভরিতে স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হয়। এই একই দামে শনিবার (১৫ নভেম্বর) বিক্রি হবে স্বর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।