বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
একটানা ঊর্ধ্বগতির পর অবশেষে কিছুটা স্বস্তি এসেছে আন্তর্জাতিক সোনার বাজারে। বুধবার (১২ নভেম্বর) সকালে দুবাইয়ের বাজারে সোনার দামে দেখা গেছে সামান্য পতন।
মঙ্গলবার প্রতি গ্রাম প্রায় ৫০০ দিরহাম ছুঁয়ে ফেলার পর নতুন দিনের শুরুতে দাম নেমে আসে। বাজার খোলার সময় ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫.৫ দিরহাম। ২২ ক্যারেট বিক্রি হচ্ছিল ৪৫৮.৭৫ দিরহাম, ২১ ক্যারেট ৪৪০ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩৭৭ দিরহামে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ১০৫.২৪ ডলার, যা আগের দিনের তুলনায় ০.১২ শতাংশ কম।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সরকার বন্ধ (শাটডাউন) পরিস্থিতি নিরসনের অগ্রগতি এবং সিনেটের অনুমোদিত চুক্তির কারণে বাজারে আশাবাদ ফিরেছে। তবে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ও ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতি সিদ্ধান্তের দিকে দৃষ্টি রাখছেন।
সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভেলেচা বলেন, মৌলিক দিক থেকে সোনার বাজারের দৃষ্টিভঙ্গি এখনো ইতিবাচক। সরকার পুনরায় চালু হলে ফেডারেল রিজার্ভ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য পাবে, যা ডিসেম্বরের নীতি নির্ধারণে প্রভাব ফেলবে।
অন্যদিকে এফএক্সপ্রোর প্রধান বাজার বিশ্লেষক অ্যালেক্স কুপৎসিকেভিচ মন্তব্য করেন, শাটডাউন পরিস্থিতি থেকে মুক্তির পদক্ষেপ সোনার বাজারে পুনরুদ্ধার এনেছে। তবে ফেড এখনো সতর্ক অবস্থানে রয়েছে এবং সুদের হার কমানোর বিষয়ে অনিশ্চয়তায় আছে।
দেশে সোনার নতুন দাম
বিশ্ববাজারে এই সামান্য পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে শুরু করেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত দামে—
২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম): ২,০৮,৪৭০ টাকা
২১ ক্যারেট সোনার ভরি: ১,৯৯,০০০ টাকা
১৮ ক্যারেট সোনার ভরি: ১,৭০,৫৬৩ টাকা
সনাতন পদ্ধতির সোনার ভরি: ১,৪১,৮৫৮ টাকা
বিশ্ববাজারে ওঠানামা অব্যাহত থাকায় স্থানীয় বাজারেও আগামী সপ্তাহে দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সোনা ব্যবসায়ীরা।