Logo
Logo
×

অর্থনীতি

সর্বোচ্চ অবস্থানে মালয়েশিয়ান রিঙ্গিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

সর্বোচ্চ অবস্থানে মালয়েশিয়ান রিঙ্গিত

এক বছরেরও বেশি সময় পর মালয়েশিয়ান রিঙ্গিত আজ সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। স্থানীয় মুদ্রাটি শুক্রবার (৭ নভেম্বর) ডলারের বিপরীতে ৪.১৮ রিঙ্গিতের নিচে লেনদেন হয়, যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ মান।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম)-এর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন করে আশাবাদের কারণে রিঙ্গিতের এই উত্থান ঘটেছে।

ডলারের বিপরীতে রিঙ্গিতের মান ০.১ শতাংশ বেড়ে ৪.১৭৯০ এ দাঁড়ায়। অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক পুঁজির প্রবাহ এবং ইতিবাচক বাজার মনোভাব মুদ্রাটিকে আরও শক্তিশালী করেছে।

বিশ্লেষকদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, মালয়েশিয়ার অর্থনীতি বর্তমানে বহিরাগত চাহিদা বৃদ্ধির সুফল পাচ্ছে। বিশেষ করে দেশটির দুই বৃহত্তম বাণিজ্যিক অংশীদার — চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিরতি (tariff truce) চুক্তি নবায়ন মালয়েশিয়ার বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলেছে। 

আরও পড়ুন
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের শীর্ষ নেতাদের আতিথ্য দেয়, যা দেশের আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া গত অক্টোবর মাসে বৈদেশিক বন্ড মার্কেটে ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪.৮ বিলিয়ন রিঙ্গিত) বিনিয়োগ প্রবাহিত হয়েছে, যা সেপ্টেম্বরে নিবন্ধিত ১.৭ বিলিয়ন ডলার পুঁজি বহির্গমনের বিপরীত প্রবণতা নির্দেশ করে।

অন্যদিকে, বিএনএম বুধবার নীতিগত সুদের হার (Overnight Policy Rate) ৩ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়, এবং বিশ্লেষকরা ধারণা করছেন আগামী এক বছর এই হার অপরিবর্তিত থাকতে পারে।

অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের উন্নতি রিঙ্গিতের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রিঙ্গিত আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার