ক্রিকেটের মাঠেও স্বস্তিতে নেই নারীরা
বিস্ফোরক সব অভিযোগ করলেন জাহানারা আলম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
কোনো জায়গাতেই যেন স্বস্তিতে নেই নারীরা। রাস্তাঘাটে, কর্মক্ষেত্রের পর এবার ক্রিকেটের মাঠেও নারীদের হেনস্তার চিত্র ফুটে উঠেছে। এবার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার জাহানারা আলম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে জানা গেছে, দেশের ২২ শতাংশ নারী কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার। বাস্তবে যে চিত্রটা আরও করুণ তা আন্দাজ করে নেওয়াই যায়। ক্রিকেটে এতদিন নানা ধরনের উত্থান, পতনের দেখা মিলেছে। তবে এবার যা ঘটলো, তা যেন আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছে বিশাল ব্যবধানে।
নারী দলের সাবেক পেসার জাহানারা আলম জাতীয় দলে থাকা অবস্থায় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের সাবেক প্রধান নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দিকে। এছাড়াও আরও অনেক কর্তার বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন জাহানারা।
জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক সব তথ্য দিয়েছেন জাহানারা। যাতে যেকোনো মানুষেরই চোখ ছানাবড়া হয়ে যাবে। জাহানারা বলেছেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম মঞ্জু) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তোর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
জাহানারা আরও বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইন ধরে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জু) হ্যান্ডশেক না করে (নারী ক্রিকেটারদের) জড়িয়ে ধরতেন।’
তিনি জানান, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই।’
এদিকে জাহানারার এই ঘটনা আমলে নিয়েছে বিসিবি। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে বিসিবি।