একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের টাকা ফেরত পাবেন যেভাবে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে। এসব ব্যাংক হলো,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেন, একীভূতকরণের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য বর্তমানে ‘নেগেটিভ ইকুইটি’-তে নেমে গেছে। ফলে শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না, কারণ এসব ব্যাংকের বাজারমূল্য এখন শূন্য।
গভর্নর জানান, যেসব আমানতকারীর জমা দুই লাখ টাকা বা তার কম, তারা প্রথম ধাপেই তাদের পুরো অর্থ তুলতে পারবেন। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের ‘আমানত সুরক্ষা তহবিল’ থেকে প্রদান করা হবে।
অন্যদিকে, দুই লাখ টাকার বেশি আমানতকারীরা ধাপে ধাপে অর্থ ফেরত পাবেন। ফেরতের সময়সীমা ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশ ব্যাংক ও নতুন প্রশাসন যৌথভাবে নির্ধারণ করবে।
ড. মনসুর আরও জানান, চলতি নভেম্বর থেকেই আমানতকারীরা অর্থ তোলার প্রক্রিয়া শুরু করতে পারবেন। তারা নিজ নিজ ব্যাংক শাখার মাধ্যমে অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে, আমানতকারীদের অর্থ পুরোপুরি নিরাপদ রয়েছে এবং একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করবে। তবে এই সময়ে ব্যাংকগুলোর দৈনন্দিন লেনদেন, রেমিট্যান্স ও এলসি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও জানানো হয়েছে।