Logo
Logo
×

অর্থনীতি

২০২৬ সালে কেমন যাবে সোনার বাজার?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

২০২৬ সালে কেমন যাবে সোনার বাজার?

বিগত কয়েক মাস ধরেই চরম অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, আবার দিন ঘুরতে না ঘুরতেই লাফিয়ে নেমেও যাচ্ছে। বিশ্ববাজারের অস্থির এ পরিস্থিতিতে ২০২৬ সালে সোনার দাম নিয়ে এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে বড় ব্যাংকগুলো। 

রোববার (২ নভেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, তথ্যনির্ভর বিশ্লেষণের ভিত্তিতে বড় বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো জানিয়েছে ২০২৬ সালে কেমন যাবে সোনার বাজার। অবশ্য, এই পূর্বাভাসে কিছুটা পার্থক্য আছে। কারণ, দাম ওঠানামা নির্ভর করছে সুদের হার, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বব্যাপী চাহিদার মতো বিষয়গুলোর ওপর।

বিশ্বের প্রভাবশালী ব্যাংকগুলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৬ সালে সামগ্রিকভাবে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে।

জেপি মর্গান তাদের পূর্বাভাসে ধারণা করছে, আগামী বছরে শেষ প্রান্তিকে সোনার গড় দাম প্রায় প্রতি আউন্সে ৫ হাজার ৫৫ ডলার হতে পারে।

তাদের মতে, অ্যামেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, স্ট্যাগফ্লেশন (অর্থনৈতিক স্থবিরতা ও মূল্যস্ফীতি) এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের বাড়তি ক্রয়চাহিদা এই বৃদ্ধির মূল কারণ হবে।

২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব অ্যামেরিকা। এর পেছনে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে সরকারি বাজেট ঘাটতি, বাড়তি ঋণের পরিমাণ, এবং ৩ শতাংশ মুদ্রাস্ফীতির মধ্যে ফেডের সম্ভাব্য সুদহ্রাস।

গোল্ডম্যান স্যাকস অবশ্য আশা করছে, ২০২৬ সালের মধ্য নাগাদ সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ডলারের আশেপাশেই বিরাজ করবে।

অন্যদিকে এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে সোনার দাম ৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, এবং দুর্বল অ্যামেরিকান ডলার। তবে, তাদের হিসাবে ২০২৬ সালে সোনার গড় দাম হতে পারে প্রায় ৩ হাজার ৯৫০ ডলার প্রতি আউন্স।

অন্যান্য বড় আন্তর্জাতিক ব্যাংকের পূর্বাভাসগুলোও সামগ্রিকভাবে সোনার দাম বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে।

আইএনজির মতে, ২০২৬ সালে সোনার গড় দাম প্রতি আউন্সে প্রায় ৪ হাজার ১৫০ ডলার হতে পারে। ডয়চে ব্যাংকও আশা করছে সোনার গড় দাম প্রতি আউন্সে হবে ৪ হাজার ডলার।

এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ এএনজেড বলছে, ২০২৬ সালের জুন নাগাদ সোনার দাম ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। তবে, বছরের শেষে অনেকটা কমতেও পারে দাম।

ব্যাংকগুলোর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে।

প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। তৃতীয়ত, বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি নিরাপদ বিনিয়োগের বাড়ছে। এই সব কারণ একসাথে স্বর্ণের দামকে ২০২৬ সালে ঊর্ধ্বমুখী রাখবে।

সব পূর্বাভাস মিলিয়ে দেখা যাচ্ছে, আগামী ২০২৬ সালের পুরো সময় জুড়েই সোনার বাজারে চলমান অস্থিরতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের বাজারে ভরি প্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্তও উঠতে পারে। আবার, পতনও ঘটতে পারে বড় ধরনের। সব মিলিয়ে ২০২৬ সালে দেশের বাজারে সোনার দাম গড়ে ভরি প্রতি দুই থেকে আড়াই লাখের মধ্যে বিরাজ করতে পারে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার