Logo
Logo
×

অর্থনীতি

বিয়ের খরচ কমাতে কী করছেন ভারতীয়রা?

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

বিয়ের খরচ কমাতে কী করছেন ভারতীয়রা?
সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় এবারের বিয়ের মৌসুমে খরচ কমাতে অভিনব সব কৌশল নিচ্ছেন ভারতীয়রা। সবচেয়ে জনপ্রিয় উপায় হলো- পুরোনো গহনা বদলে নতুন কেনা। এভাবে বিয়ে আয়োজনের বাড়তি ব্যয় কিছুটা সামাল দিচ্ছেন অনেকেই।

জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস বলেন, অনেক ক্রেতা পুরোনো সোনা বদলে নিচ্ছেন, কেউ কেউ আবার ধাপে ধাপে গহনা কিনছেন যাতে একসঙ্গে বেশি খরচ না পড়ে।

পুরোনো সোনা বদলের ক্ষেত্রে লাভ নির্ভর করে মূলত গহনার বিশুদ্ধতা, ওজন ও বাজারদরের ওপর। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পরিচালক জয়িতা সেন জানান, বর্তমানে তারা পুরোনো সোনার বিনিময়ে পুরো মূল্য দিচ্ছেন। ফলে ক্রেতারা নতুন নকশার উচ্চ বিশুদ্ধতার গহনা কিনতে আগ্রহী হচ্ছেন।
ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরাও সোনা কেনায় ঝুঁকছেন। চলতি সপ্তাহে ভারতের বাজারে প্রতি ১০ গ্রামে সোনার দাম পৌঁছেছে ১ লাখ ৩০ হাজার রুপির কাছাকাছি।

টাটা গ্রুপের গহনার ব্র্যান্ড তানিশক জানিয়েছে, তাদের পুরোনো সোনা বদল উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। টাইটানের জুয়েলারি বিভাগের প্রধান অজয় চাওলা বলেন, সোনার মান যাই হোক না কেন, আমরা কোনো কাটছাঁট করছি না। এটা আমাদের বিশেষ প্রস্তাব।

বিনিয়োগ প্রতিষ্ঠান জেফরিজের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে প্রতিবছর বিয়েতে খরচের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার, যার মধ্যে কেবল গহনায় খরচ হয় ৩৫-৪০ বিলিয়ন ডলার।

কাল্যাণ জুয়েলার্সের নির্বাহী পরিচালক রমেশ কল্যানারামন বলেন, এখন এমন নকশার প্রতি আগ্রহ বাড়ছে যা দেখতে ভারী ও জাঁকজমকপূর্ণ হলেও ব্যবহৃত সোনার পরিমাণ তুলনামূলক কম।

ভারতে বিয়ের মৌসুমের দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে আগামী নভেম্বর থেকে, যা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার