Logo
Logo
×

অর্থনীতি

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন গ্রহণে অনীহা প্রকাশ করা আইনত অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ১৫ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখাচ্ছেন, যা প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংক মনে করে, এর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং লেনদেন প্রক্রিয়ায় অসুবিধা দেখা দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানায়, কাগুজে নোটের পাশাপাশি ১ ও ২ টাকাসহ প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ মুদ্রা। তাই এগুলো নগদ লেনদেনে গ্রহণ ও ব্যবহার বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণ, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে—দৈনন্দিন লেনদেনে ধাতব মুদ্রা গ্রহণে যেন কেউ অনীহা না দেখায় এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে সহযোগিতা করতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার