আন্তর্জাতিক বাজারে এবার ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩২ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ক্রমেই আরো ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। আজ স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম প্রথমবারের মত ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে স্বর্ণের মূল্য বেড়েছে প্রায় ৮ দশমিক ৬ শতাংশ, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরবৃদ্ধি। খবর রয়টার্স।
স্পট মার্কেটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৩৫৯ ডলার ৩১ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। আজ লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ ডলার ৬৯ সেন্টে পৌঁছে। এছাড়া এসময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৭২ ডলার ১০ সেন্টে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৫ শতাংশেরও বেশি। এ বিষয়ে কে.সি.এম. ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘স্বর্ণের বাজারের বর্তমান ঊর্ধ্বমুখিতা বজায় থাকলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও মার্কিন সরকারি কার্যক্রম (শাটডাউন) স্থগিত থাকার আশঙ্কা কতদিন টিকে থাকে তার ওপর।’
বিনিয়োগকারীদের ধারণা, ২৯-৩০ অক্টোবরের বৈঠকে ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমাতে পারে। এছাড়া ডিসেম্বরেও আরেকবার সুদহার কমানোর কমানোর সম্ভাবনা আছে।
রূপার বাজারেও আজ ঊর্ধ্বমুখিতা বজায় রয়েছে। স্পট মার্কেটে ধাতুটির দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৪ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। সপ্তাহজুড়ে রূপার বাজারদর বেড়েছে প্রায় ৮ শতাংশ। এদিন লেনদেনের এক পর্যায়ে ধাতুটির দাম আউন্সপ্রতি রেকর্ড ৫৪ ডলার ৩৫ সেন্টে পৌঁছে।