বিজ্ঞাপন
এক লাফে স্বর্ণের দাম বাড়ল ১৬২১৩ টাকা, ভরি কত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
বিজ্ঞাপন
দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা।
এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
প্রচলিত হিসাব অনুযায়ী ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম ধরে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের দাম ধরা হয়েছে ২৪ হাজার ৫২০ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ২৩ হাজার ৪০৫ টাকা, ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ২০ হাজার ৬০ টাকা, ভরি ২ লাখ ৩৪ হাজার ১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি গ্রাম ১৬ হাজার ৫৫০ টাকা, ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৭ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৮ হাজার ৫৭৩ টাকা (প্রতি গ্রাম ৭৩৫ টাকা)। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরি ৮ হাজার ১৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ভরি ৬ হাজার ৯৯৮ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা।
এর আগের দিন বুধবার (২৮ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছিল। একদিনের ব্যবধানে ফের বড় ধরনের বাড়তি দামে স্বর্ণের বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন