Logo
Logo
×

অর্থনীতি

পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বিমার আওয়ায় একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করেন। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপের কারণে ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এর মধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সংযুক্ত ব্যাংকগুলো হলো-এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থ ফেরতের প্রক্রিয়ার জটিলতা দূর করা হয়েছে। ফলে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার বা মঙ্গলবার থেকে ব্যাংকগুলো টাকা প্রদান শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ আমানত বিমার আওতায় দেওয়া হবে।

গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তবে, কোনো গ্রাহকের যদি একটি ব্যাংকে একাধিক হিসাব থাকে, তিনি শুধু একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন। আর যদি কারো একাধিক ব্যাংকে হিসাব থাকে, প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত পরিমাণ টাকা উত্তোলনের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, যেসব গ্রাহকের হিসাব দুই লাখ টাকা বা তার কম, তারা পুরো টাকা একবারে উত্তোলন করতে পারবেন। যাদের হিসাব দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।

তবে, ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক অথবা ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য এই সীমা শিথিল রাখা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসছে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। ব্যাংকগুলোর পরিচালন খরচ কমাতে ইতোমধ্যেই কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার