Logo
Logo
×

সারাদেশ

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের আগে মারা যান তিনি।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরহুম হাজী সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দাওয়াত ও তাবলিগের অঙ্গনের মানুষের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে।

তিনি আরও বলেন, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও নানা ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম গুরুতরভাবে আহত হন। পরবর্তী সময় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

হাবিবুল্লাহ বলেন, মরহুম হাজী সেলিমের জানাজা দুপুরে জোহরের নামাজের পর মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে—তিনি যেন তাকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন

এদিকে তার মৃত্যুতে দাওয়াত ও তাবলিগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্তরের আলেম-ওলামা, মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার