কবর থেকে ভেসে এলো মোবাইলের রিংটোন, অতঃপর উদ্ধার...
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে সামিউল ইসলাম সামি নামে এক যুবক একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থান থেকে ওই মোবাইলটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ফোনটি হারিয়ে যায়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে জানাজা ও দাফনকাজে অংশ নিয়েছিলেন সামি।
এসময় তার জ্যাকেটের পকেটে মোবাইলটি ছিল। তিনি কবর পর্যন্ত গিয়েছিলেন। সেখানে দাফন শেষে বাড়ি ফিরে এসে তিনি দেখেন জ্যাকেটের পকেটে মোবাইলটি নেই। সামিউল ইসলাম সামি জানান, তিনি নিশ্চিত ছিলেন মোবাইলটি কবরেই পড়ে গেছে।
কেউ যদি পেত, নিশ্চয়ই অফ করে দিত বা সিম খুলে ফেলত। যেহেতু ফোনে রিং হচ্ছিল তাই তিনি ধারণা করছিলেন, মোবাইলটি কবরস্থানেই আছে। সকালে কবর খুঁড়ে মোবাইলটি পান তিনি।
জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ জানান, মোবাইলটি কবরের উপরের অংশে ছিল।
তাই সহজে উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের ওপরে খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়।
মোবাইলটি সেই খাপের ওপরের দিকে থাকার কারণে গভীরে না গিয়ে উপরের অংশে ছিল। স্থানীয় প্রতিবেশী মুসা আলম জানান, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি। কবর থেকে মোবাইল বের হওয়া সত্যিই অবাক হওয়ার মতো বিষয়।