Logo
Logo
×

সারাদেশ

সিরিয়াল নিয়ে রোগী দেখেন এসএসসি পাস ফার্মেসি মালিক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

সিরিয়াল নিয়ে রোগী দেখেন এসএসসি পাস ফার্মেসি মালিক

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বোধল বাজার এলাকায় রোগী দেখা ও ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার অভিযোগে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে বরাত দিয়ে ইফতেখারুল আলম রিজভী জানান, সদর উপজেলার বোধল বাজার এলাকার শিল্পী ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল নিয়ে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ লিখে দিচ্ছিলেন। তদন্তে জানা যায়, ওই ফার্মেসি মালিকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেও তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বৈধ সনদপ্রাপ্ত নন। এছাড়া ফার্মেসিটিতে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফার্মেসিটির মালিক মনিন্দ্র দেব নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে একইসঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন ইফতেখারুল আলম রিজভী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার