Logo
Logo
×

সারাদেশ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ এএম

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বায়ু ও ঘনকুয়াশায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থা বিরাজ করছে দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ আশপাশের পুরো এলাকায়।

অগ্রহায়ণের শেষ সপ্তাহেই যেন পৌষের কনকনে শীত অনুভ‚ত হচ্ছে। আর দিন দিন এর তীব্রতাও বেড়ে চলেছে। ফলে একরকম বিপর্যয়ের মধ্যে পড়েছে হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড়।

শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এই পতন মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছে। হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের দরুন আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ছিল কুয়াশায় ঢাকা। সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, এই সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী সপ্তাহে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অফিসের ভাষায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার