ফ্লাটের দরজা ভেঙে প্রাথমিকের প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সাহানা বেগম (৫৮) নামের এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ফাল্গুনী টাওয়ারের ওই ফ্ল্যাটে গত চার বছর ধরে একাই ভাড়া থাকতেন।
নিহত শিক্ষিকা ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে সাহানা বেগম তার বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটসঅ্যাপে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। টানা ৩-৪ দিন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং ডাকাডাকিতে কোনো সাড়া না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য মো. শহিদুল হক বিষয়টি পূবাইল থানাকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের ছেলের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর সাহানা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ নভেম্বর বিকেলে বোনের সঙ্গে কথা বলার পর কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একা থাকায় বিষয়টি কেউ টের পায়নি।
পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।