৪ মাসের মেয়েসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী, ঘটনা কী?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
মাদারীপুরে চার মাসের মেয়ে সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়া নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।
জানা গেছে, চার মাসের মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন নাদিরা। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম কালকিনি থানায় গত ১ ডিসেম্বর একটি জিডি করেছেন।
মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা সোমবার সকাল ৯টার দিকে বের হন। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।
এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।