সরকারি কলেজের একাডেমিক ভবনে শিক্ষকদের বসবাস!
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
ফরিদপুর সদরপুর সরকারি কলেজভবন দখল করে বসবাস ও শ্রেণিকক্ষেই কোচিং সেন্টার খোলার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। এ ছাড়া শিক্ষকরা নিয়মিত কলেজে আসেন না, ক্লাসও করান না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজটির একাডেমিক ভবনের একাধিক কক্ষ দখল করে ‘টিচার্স কোয়ার্টার’ বানিয়ে বসবাস করছেন কতিপয় শিক্ষক। একাডেমিক ভবনের কক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ায় ভবনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগ উঠেছে, শ্রেণিকক্ষ ব্যবহার করে ব্যক্তিগত কোচিং বাণিজ্য চালাচ্ছেন শিক্ষকরা। সরকারি ছুটির দিনেও (শুক্র ও শনিবার) কলেজ খোলা রাখেন শিক্ষকরা। তবে কোনো অতিরিক্ত ক্লাস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য নয়, বরং প্রতিদিনের মতো এই দুদিনও শ্রেণিকক্ষগুলো ব্যবহৃত হয় শিক্ষকদের ব্যক্তিগত ব্যাচ পড়ানোর জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, স্যাররা ক্লাসে ঠিকমতো পড়ান না।
কিন্তু তাদের কাছে প্রাইভেট পড়লে ওই একই ক্লাসরুমে খুব যত্ন করে পড়ান। সরকারি ফ্যান, লাইট আর বেঞ্চ ব্যবহার করে তারা ব্যক্তিগত ব্যবসা করছেন, এটা স্পষ্ট অনিয়ম।
কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত কলেজে আসেন অর্ধেকেরও কম। এ ছাড়া শিক্ষকরা নিয়মিত না আসায় অতিরিক্ত চারজন ভলান্টিয়ার শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে।