Logo
Logo
×

সারাদেশ

প্যান্টে লুকানো ছিল ৭০ লাখ টাকার স্বর্ণ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

প্যান্টে লুকানো ছিল ৭০ লাখ টাকার স্বর্ণ

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে যশোর সদরের বাউলিয়া বাজার এলাকা থেকে স্বর্ণের বারসহ ইমরান হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার প্যান্টে বিশেষ কায়দায় লুকানো ছিল ৭০ লাখ টাকার স্বর্ণের বার।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টহল দল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল স্বর্ণের বার। জব্দকৃত সোনার ওজন ৩৮৪.৩৮ গ্রাম, যার বাজার মূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা।

আটক ইমরান হোসেন বিজিবিকে জানিয়েছেন, ঢাকার মালিবাগ এলাকা থেকে সোনা সংগ্রহ করে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন।

মামলা দায়েরের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন সাতক্ষীরা সদরের সরকারপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার