Logo
Logo
×

সারাদেশ

‘আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে, আলেম সমাজ উদ্বিগ্ন’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ এএম

‘আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে, আলেম সমাজ উদ্বিগ্ন’

নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম–ওলামা ও তাওহিদী জনতার নেতৃবৃন্দ। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছে। এ সুযোগে একটি রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে উসকে দিয়ে নির্বাচনের আগে মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান। 

তিনি বলেন, একটি পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ সম্পর্কে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা মুসলমান হিসেবে উচ্চারণ করাও লজ্জাজনক। ইসলামী মূল্যবোধ, সামাজিক নীতি এবং সংবিধান অনুযায়ী এটি গুরুতর অপরাধ। 

তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হওয়ায় আবুল সরকার জামিনে মুক্ত হতে পারেন—এ নিয়ে আলেম সমাজে উদ্বেগ দেখা দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতের সহ-আইন সম্পাদক ওমর ফারুক জানান, আমরা গান বা শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে নই। বাউলরা গান করুক—এতে আপত্তি নেই। কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে বিকৃতি, কটূক্তি বা ভুল ব্যাখ্যা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। অপরাধ করেছে একজন—তারই বিচার চাই।

বক্তারা অভিযোগ করে বলেন, রোববার শহরে তাওহিদী জনতার নির্ধারিত রুটে শান্তিপূর্ণ মিছিল চলার সময় আবুল সরকারের অনুসারীরা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকায় জটলা পাকিয়ে ‘নীরব উসকানি’ সৃষ্টি করেন। তাদের উত্তেজিত আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

জেলা হেফাজতের নেতা মাওলানা মাহবুবুর রহমান দাবি করেন, বাউলদের পক্ষ থেকে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেম–ওলামাদের হয়রানি করা হলে মুরব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

আরও পড়ুন
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, হাসান মাহমুদ শরীফ, মাওলানা শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা কারী ওবায়দুল্লাহ, তথ্য সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সহ-আইন সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ ও মাওলানা আনোয়ার হোসেন রিয়াদ প্রমুখ। 

উল্লেখ্য, গত রোববার সকালে তাওহিদী জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। একই সময় প্রেসক্লাব চত্বরে বাউল অনুসারীরা আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেন। বেলা ১১টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে আহত বাউল শিল্পী আব্দুল আলীম মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাত তাওহিদী জনতা সদস্যদের বিরুদ্ধে মামলা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার