‘বাঁচা’র জন্য বাবা-মাকে একাধিকবার কল দেন আফিয়া, অতঃপর...
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
বিয়ের তিন মাসের মাথায় বগুড়া শহরের কৈ-পাড়া থেকে আফিয়া আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কৈপাড়া বকুলতলা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, তিন মাস আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে কাহালুর মুরইল গ্রামের আফিয়া গাবতলীর নশিপুর গ্রামের নাফিসকে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতি না থাকায় বিয়ের পর থেকেই তারা বগুড়া শহরের কৈ-পাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
স্বজনদের অভিযোগ, বিয়ের সম্পর্ক মেনে নিতে সম্প্রতি নাফিসের পরিবার আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করে।
পরিবারকে রাজি করাতে আফিয়া গত বৃহস্পতিবার নিজ বাড়িতে গিয়ে আবার রোববার দুপুরে শহরের ভাড়া বাসায় ফিরে আসেন। সন্ধ্যায় আফিয়া মুঠোফোনে বাবা ও মাকে একাধিকবার কল করে তাকে ‘বাঁচানোর’ জন্য অনুরোধ জানান। খবর পেয়ে তারা কৈ-পাড়ার ভাড়া বাসায় গিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, এটি হত্যা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের স্বামী রিয়াজুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।