Logo
Logo
×

সারাদেশ

শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর ‘তৌহিদী জনতা’র হামলা, আহত ৪

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর ‘তৌহিদী জনতা’র হামলা, আহত ৪

‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম এলাকায় ঘটা এই সংঘর্ষে চারজন আহত হন।    

আহতরা হলেন আবুল সরকার সমর্থক শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। অন্যদিকে মাওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম এলাকায় এসে সমাবেশ শুরু করে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে অর্ধশতাধিক অনুসারী বাউল প্রায় একশ গজ দূরে শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে ‘তৌহিদী জনতা’র সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দিয়ে মারধর করে। তাদের হামলায় তিনজন গুরুতর আহত হন।

এ সময় বাউলদের কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন।  এ সময় বাউলরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে একজন আহত হন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।” প্রসঙ্গত গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত। আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা।

তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার