জাতীয় দলের ফুটবলারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
জাতীয় দলের ফুটবলার আরিফসহ কেন্দুয়ার কয়েকজন ফুটবলারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘কেন্দুয়ার সর্বস্তরের জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়রা অংশ নেন এবং বক্তব্য রাখেন। পরে বিক্ষুব্ধ জনতা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ সময় উপস্থিত ছিলেন— কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া, মানবাধিকার কর্মী মামুনুল কবির খান, সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র ফুটবল খেলোয়াড় তাপস, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম ও বর্তমান সদস্য সচিব মোবারক হোসেনসহ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে টায়ার জ্বালিয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা ‘সন্ত্রাসমুক্ত ক্রীড়াঙ্গন চাই’, ‘জাতীয় খেলোয়াড় আরিফের ওপর হামলার বিচার চাই’— এসকল স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, জেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ খেলায় মাঠে ঢুকে জাতীয় দলের খেলোয়াড়কে মারধর করা নজিরবিহীন ঘটনা।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ফুটবলসহ জেলার সামগ্রিক খেলাধুলার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, জাতীয় দলের ফুটবলার আরিফ শুধু কেন্দুয়ার নয়, তিনি পুরো দেশের সম্পদ।
পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
প্রসঙ্গত, নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচটি ১৫ অক্টোবর নেত্রকোণা মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কেন্দুয়া একাদশ ও নেত্রকোণা সদর একাদশ মুখোমুখি হয়। ম্যাচ চলাকালে মাঠে কথা–কাটাকাটির একপর্যায়ে নেত্রকোণা একাদশের সমর্থকরা মাঠে ঢুকে কেন্দুয়া দলের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেনকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে আঘাত করা হয়। এতে আরিফসহ কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হন।
মাঠে উপস্থিত ইউএনও ইমদাদুল হক তালুকদার পুলিশ নিয়ে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আরিফ ও রবিন সেখানে চিকিৎসাধীন।