Logo
Logo
×

সারাদেশ

সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন

ঢাকার অদূরে সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন, গতকাল রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘ইতিহাস’ পরিবহণের একটি বাস দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক ও চালকের সহকারী। এ সময় বাসের গেট তালাবদ্ধ ছিল। পরে রাত ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী ঘটনাস্থলে গিয়ে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একটি ইউনিটের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।

বাসের মালিক মো. এনামুল হক গণমাধ্যমকে বলেন, বাসটি ব্যাংকে লোন করে কিনেছি। এটা দিয়েই সংসারের খরচ চালাই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, বুঝতে পারতেছি না। 

আরও পড়ুন
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার