Logo
Logo
×

সারাদেশ

দক্ষিণাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

দক্ষিণাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে মহাসড়কে চলমান বিআরটিসির অবৈধ বাস, নসিমন, করিমন চলাচল বন্ধের দাবিতে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটরে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন পরিবহন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মালিক সমিতির দাবিগুলো হচ্ছে- সরকারি অনুমোদন ছাড়া চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ। নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ। রাস্তার লোকাল যাত্রী পরিবহন বন্ধের ব্যবস্থাগ্রহণ। অবৈধ থ্রি-হুইলার- মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশা সড়ক-মহাসড়কে চলাচল বন্ধ করা। দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা। জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সড়ক-মহাসড়কে বিআরটিসি অনুমোদনহীন অবৈধ যাত্রীবাহী বাস চলছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও মহাসড়কে নসিমন-করিমন চলছে। এটা বন্ধের জন্য বহুবার জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা করেছেন। কিন্তু কোন সুরাহ হয়নি। এটা তাদের সর্বশেষ হুঁশিয়ারি- ১ ডিসেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে ২ ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।”

সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির, বাগেরহাট-রুপসা আন্তঃজেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাশ, রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের ১০টি মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার