বগুড়ার শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের বাইরের গেটের নামফলকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। তিনি জানান, শনিবার রাতের এ ঘটনায় সাইনবোর্ডে সামান্য কালো দাগ হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় ও পুলিশ জানায়, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে। শনিবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের অফিসের গেটের বাইরের নামফলকে পেট্রল ঢেলে আগুন দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে পেট্রল পুড়ে গেলে আগুন নিভে যায়।
পাশের ভবনের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুজন লোক মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে দিচ্ছে; কিন্তু কুয়াশার কারণে তাদের চেহারা বোঝা যাচ্ছে না।
গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যাংকের কার্যক্রম শেষে রাতে শাখার উপরতলায় অবস্থান করছিলেন তারা। রোববার সকাল ৭টার দিকে ব্যাংকের গেট খুলে দেখতে পান পাশের গাছ পোড়ানা ও গেটের ওপরে সাইনবোর্ডের একপাশে কালি। তখন বুঝতে পারেন, কেউ আগুন দিয়েছিল।
তিনি জানান, সকাল ৮টার দিকে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যাংকের নৈশপ্রহরী মজিবর রহমান জানান, ঘটনার সময় তিনি অফিসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগেই দুর্বৃত্তরা আগুন দেয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। এছাড়া তারা আগুন দেওয়ার পর নিজেরাই ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনাস্থলে প্লাষ্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। এসব বোতলে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ছিল।
তিনি জানান, পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের জানান, মধ্যরাতে নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।