Logo
Logo
×

সারাদেশ

হাসপাতালে ভর্তি মা, দেখতে যাওয়ার পথে বাসচাপায় ছেলের মৃত্যু

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫০ এএম

হাসপাতালে ভর্তি মা, দেখতে যাওয়ার পথে বাসচাপায় ছেলের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় জিহাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ গোলাবাড়ী ইউনিয়নের লোকদেরও গ্রামের জাকের আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, অসুস্থ মামাকে দেখতে জিহাদসহ দুইজন মোটরসাইকেলে করে মধুপুর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে জিহাদ ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার