Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল চালককে চাপা দেওয়ায় বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৪২ এএম

মোটরসাইকেল চালককে চাপা দেওয়ায় বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি বাসচাপায় জিহাদ (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদের গ্রামের জাকের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, জিহাদ অসুস্থ মামাকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার