Logo
Logo
×

সারাদেশ

বাহরাইনে ১৯ তলা ভবন থেকে পড়ে এক প্রবাসীর মৃত্যু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৪ এএম

বাহরাইনে ১৯ তলা ভবন থেকে পড়ে এক প্রবাসীর মৃত্যু

স্বপ্ন ছিল সংসারের সচ্ছলতা আনা ও সন্তানদের মানুষ করা। সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে ভিনদেশের মাটিতে ঘাম ঝরাচ্ছিলেন চাঁদপুরের কচুয়ার প্রবাসী মো. সফিক। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। বাহরাইনের রাজধানী মানামায় ১৯ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে প্রাণ হারিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধা।

নিহত সফিক (৪০) কচুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোয়া-চাঁদপুর এলাকার মিয়াজী বাড়ির সন্তান। জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মানামার ছিটমহল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রবাসজীবনে দুই দশকেরও বেশি সময় পার করেছেন সফিক। ২২ বছর ধরে বাহরাইনে কাজ করছিলেন তিনি। মাত্র পাঁচ মাস আগে তিনি দেশে এসে পরিবার ও সন্তানদের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবারও ফিরে গিয়েছিলেন কর্মস্থলে। কিন্তু এবার ফিরবেন নিথর দেহে, এমন খবর কেউ ভাবতেও পারেননি।

সফিকের মৃত্যু সংবাদ পৌঁছাতেই তাঁর গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। শোকে ভেঙে পড়েছেন স্ত্রী, ১১ বছরের ছেলে সানজিদ আহমেদ রিয়াদ ও পাঁচ বছরের মেয়ে সায়মা। পরিবারটি এখন দিশেহারা।

নিহতের বাবা বাচ্চু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের অনেক স্বপ্ন ছিল। দেশে ফিরে নিজের বাড়ি করবে, বাচ্চাদের মানুষ করবে। কিন্তু সব শেষ হয়ে গেল এক মুহূর্তে। এখন শুধু লাশ ফিরবে দেশে।”

সফিকের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসী কল্যাণ ফোরামের সদস্যরা। তাঁর মৃত্যুতে প্রবাসী সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার