Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কিছুসময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

রাত সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম রাত সোয়া ৩টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি সেখানে ছুটে যান।

তবে এরই মধ্যে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার