Logo
Logo
×

সারাদেশ

আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষের মনোনয়নের দাবিতে শোডাউন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষের মনোনয়নের দাবিতে শোডাউন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে লক্ষ্মীপুর-৪ আসন থেকে দলীয় মনোনয়নের দাবিতে এক কিলোমিটার দীর্ঘ বিশাল মিছিল ও শোডাউন করেছে দলটির কয়েক হাজার নেতাকর্মী। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ সমর্থকরা আশরাফ উদ্দিন নিজানকে ধানের শীষের মনোনয়ন দিতে বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানান। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।  

এতে চর কালকিনি, চর মার্টিন, চরলরেন্স ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউসুফ পাটোয়ারী, যুগ্ন আহ্বায়ক আ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, চরমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলী আহাম্মদ প্রমুখ। 

আরও পড়ুন
সমাবেশে বক্তারা লক্ষ্মীপুর-৪ আসন থেকে বিএনপির পরীক্ষিত বন্ধু ও সাবেক দুইবারের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মী সমর্থকদের কাছে আশরাফ উদ্দিন নিজান একজন পরীক্ষিত নেতা। ২০০১-২০০৮ সালে এমপি নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করেছেন তিনি। বিপদে-আপদে আমরা একজনকেই পাশে পেয়েছি, আশরাফ উদ্দিন নিজান আমাদের আশার বাতিঘর, ভরসার প্রতীক; এ আসনে বিএনপির প্রাণ-অস্তিত্ব। সুতরাং এ আসনে বিএনপি মানেই আশরাফ উদ্দিন নিজান;আর নিজান মানেই বিএনপি। আমরা এর বাইরে অন্য কাউকে  মানিনা। 

এ সময় আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির নীতিনির্ধারণী কমিটির নেতাদের প্রতি জোরাল অনুরোধ জানান বক্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার