Logo
Logo
×

সারাদেশ

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট মহানগরীতে ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইনের জরুরি সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি সংস্কারকাজ চলমান থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে (পিডিবি)।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেগুলো হলো- বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা। মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা। উপশহর ই-ব্লক, মেইন রোড, ডি-ব্লক, রোজভিউ পয়েন্ট ও আশপাশের এলাকা। রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে সহযোগিতা কামনা করেছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার