মনির চৌধুরীকে কারা নির্যাতিত বিএনপি নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে কোপানোর হুমকি দিয়েছেন দলের কারা নির্যাতিত এক নেতার স্ত্রী।
সোমবার কারা নির্যাতিত কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানের স্ত্রী রুবী আক্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাবিব ফ্যাসিবাদের আমলে ৮টি মামলার আসামি হয়ে একাধিকবার কারা নির্যাতিত হন।
ভিডিওতে ওই নেতার স্ত্রী বলেন, আমরা মনির চৌধুরীকে কোপাব। প্রয়োজন হলে আমরা নির্বাচনের সময় কাউকে ভোট দিতে দিব না। আমাদের নেতাকর্মী ভাইয়েরা ১৫-১৬ বছর জেলখানায় অনেক কষ্ট করেছেন। বউ-বাচ্চাদের সঙ্গে ঈদ করতে পারেন নাই। আমার ছোট বোন প্রেগন্যান্ট ছিল। ওর বাবা জেলখানায় ছিল। হাজী ইয়াছিন ভাই আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। মনির চৌধুরীকে আমরা চিনি না। আমরা চাই মনোনয়ন হাজী ইয়াছিন ভাইকে দেওয়া হোক।
স্বৈরাচার আমলে আমাদের হাসবেন্ডরা যে কষ্ট করছেন- ১৪-১৫টা মামলা হামলা দিয়ে জেলখানায় ফালাই রাখছে। জেলখানায় থেকে বউ-বাচ্চাদের সময় দিতে পারে নাই। বাচ্চাদের লেখাপড়া বন্ধ ছিল। অনেক দুঃখের সময় হাজী ইয়াছিন ভাই আমাদের পাশে ছিল। সহযোগিতা করছে। লেখাপড়ার খরচ দিছে। এখন আমরা হাজী ইয়াছিন ভাইকে নির্বাচনে চাই। আমরা মনিরুল হক চৌধুরীকে চাই না। তারেক জিয়া খালেদা জিয়ার কাছে আবেদন- হাজী ইয়াছিন ভাইকে যেন মনোনয়ন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় নানা ধরনের প্রতিবাদ করে আসছেন নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে রোববার কুমিল্লা সদর আসনের কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের স্ত্রী-সন্তানরা প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় বিগত ১৭ বছর যাবত বিএনপি নেতাকর্মীদের হাজী আমিনুর রশীদ ইয়াছিন ছায়া দিয়ে রেখেছেন বলে দাবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন বঞ্চিত করায় কুমিল্লা সদর আসন এলাকায় নানা ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেতাকর্মীরা।