Logo
Logo
×

সারাদেশ

জামায়াত প্রার্থী ‘ঢাকার বড় মাস্তান’, ঠাকুরগাঁওয়ে স্থান হবে না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪৭ এএম

জামায়াত প্রার্থী ‘ঢাকার বড় মাস্তান’, ঠাকুরগাঁওয়ে স্থান হবে না

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ জামায়াত মনোনীত প্রার্থীর সমালোচনা প্রকাশ করে বলেছেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ‘ঢাকার বড় মাস্তান’ বা সন্ত্রাসীকে ভোট দেবে না। তাদের জায়গা ঠাকুরগাঁওয়ের কোথাও হবে না।

রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল হামিদ তার বক্তব্যে জামায়াতের ঘোষিত এক প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গতকালকে জামায়াত মিটিং করেছে। সাংবাদিকদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি, এখানে যাকে প্রার্থী তারা দিয়েছে, সে নাকি ঢাকার বড় মাস্তান। ঢাকার বড় সন্ত্রাসী—এটা আমার কথা নয়, তাদের নেতাদের কথা।

তিনি জোর দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান, ঢাকায় থাকা কোনো নেতাকে ভোট দেবে না। এ কথা ঠাকুরগাঁওয়ের মানুষ জানিয়ে দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে কথা বলতে গিয়ে আব্দুল হামিদ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আমরা আমাদের প্রিয় মহাসচিবকে হয়তো পাব না, কারণ গোটা জাতি, গোটা দেশের দায়িত্ব এখন তার কাঁধে।

এরপর তিনি জামায়াতে ইসলামীর নেতাদের অতীত নির্বাচনি অবস্থান নিয়ে কঠোর প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জানতে চান, জামায়াতে ইসলামীর নেতারা বিগত দিনের ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করেছিল, তারা কী এখন জান্নাতি না জাহান্নামি?

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট মাহবুব হোসেন তুহিনসহ অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার