Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে মিষ্টির শিরায় তেলাপোকা, অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ এএম

চট্টগ্রামে মিষ্টির শিরায় তেলাপোকা, অতঃপর...

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি এবং মিষ্টির শিরায় মরা তেলাপোকা পাওয়ায় নগরীর ‘হাইওয়ে সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় অবস্থিত হাইওয়ে সুইটস শাখায় অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এদিন বিভিন্ন অভিযোগে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অভিযানে গিয়ে দেখা যায়, হাইওয়ে সুইটসের মিষ্টির শিরায় অসংখ্য মরা তেলাপোকা পড়েছিল। তাছাড়া তারা অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি ও প্রক্রিয়াকরণ করছিল। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে ওরেগানো মোনাফা ভাণ্ডারী মার্কেট নামে একটি দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রি করায় ১০ হাজার টাকা, নিউ প্রিন্স হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য চার হাজার টাকাসহ সবমিলিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপপরিচালক জানিয়েছেন।

অভিযানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার