Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার পুকুরে বিষ, দেড় কোটি টাকার মাছ মারা গেছে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

বিএনপি নেতার পুকুরে বিষ, দেড় কোটি টাকার মাছ মারা গেছে

রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহানের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার রাতের কোনো এক সময় দুবিলার বিলে সাধারণ মানুষের কাছ থেকে লিজ নেওয়া ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। 

রোববার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। অনেক মাছ সাধারণ মানুষ নিয়ে গেছে। পানি ঠাণ্ডা ও বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে বলে জানান এলাকাবাসী।

বিএনপি কর্তৃক গত সোমবার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বাগমারায় একের পর এক অঘটন ঘটছে।

উপাধ্যক্ষ আব্দুস সোবহান রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি জানান, শনিবার দিবাগত রাতে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। রাতেই পাহারাদার মাছ ভেসে উঠতে দেখে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। সকাল থেকে মৃত মাছের সংখ্যা আরও বাড়ছে।

উপাধ্যক্ষ আব্দুস সোবহান দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি একাধিক পুকুরে মাছ চাষ করছেন। ইজারা নিয়ে এই পুকুরেও মাছ চাষ করছিলেন।

তার অভিযোগ, রাজনৈতিক কারণে, বিশেষ করে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এত বড় ক্ষতি করা হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি, আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করব।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার