Logo
Logo
×

সারাদেশ

সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টায় সিংড়া পৌর শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সংবাদ লেখা পর্যন্ত তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় (শান্তি সমাবেশ) প্রস্তুতির সময় উপজেলার খাজুরা ইউনিয়নের কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয়। পরে ২০২৪ সালে ৩ সেপ্টেম্বর সিংড়া থানায় একটি মামলা হয়। মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এই মামলায় আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমান শেখকে গ্রেফতার দেখানো হয়েছে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার