কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
পটুয়াখালীর দশমিনায় শরীরে কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মিছিল হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পড়ে সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগ নেতারা অংশ নেন। সাবেক এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে দেশে বীরের বেসে ও নৌকাসহ নানান স্লোগান দেন মিছিলে ছাত্রলীগ নেতারা।
এদিকে, একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনা ঘটে।