সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে রিয়ানা আবজাল (২৮) নামের বিমানবাহিনীর একজন সাবেক পাইলট নিখোঁজ হয়েছেন।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের পশুর নদীর ডাইনমারি খালের তিলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রিয়ানা আবজাল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট।
পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি। দুর্ঘটনার পর বন বিভাগ, নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাতযাপন শেষে শনিবার সকালে ১৩ জন পর্যটক ছোট্ট একটি বোটে করে করমজল পর্যটনকেন্দ্রে যান। সেখান থেকে ফেরার পথে দুপুর ১২টার দিকে বোটটি পশুর নদীর তিলডাঙ্গা এলাকার ডাইনমারি খাল অতিক্রম করার সময় হঠাৎ স্রোতের তোড়ে উল্টে যায়।
এতে নৌকাটির সব যাত্রী নদীতে পড়ে যান। বোটে থাকা ১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ রিয়ানার বাবা বিমানবাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘নৌবাহিনীর একটি জাহাজের পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ের তোড়ে আমাদের ছোট বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা সবাই নদীতে পড়ে যান।
পরে ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে এখনো পাওয়া যায়নি। তিনি জানান, রিয়ানা তার স্বামী ও শালা-শালীর পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। তারা ঢাকার উত্তরায় বসবাস করতেন। তাদের মূল বাড়ি বরিশালে।’
মোংলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শোনিত কুমার বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।
ডুবুরিদল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তবে এখনো নিখোঁজ নারীকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’